
| বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ | 403 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম#
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জনগণকে সচেতন করার পাশাপাশি আইন ভাঙলে নেয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা।
এদিকে, করোনা প্রতিরোধে পাড়া মহল্লায় ব্যাক্তি উদ্যোগে সচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে। সহযোগিতা করছে বিভিন্ন সামাজিক সংগঠন।
প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবেলায় আজ (বৃহবৃহস্পতিবার) থেকে ১০ দিনের ছুটি ঘোষণা করায় অনেকটা প্রাণহীন হয়ে পড়েছে বিশ্বের অন্যতম ব্যাস্ততম আখাউড়া। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউই বের হচ্ছে ঘর থেকে।
করোনার সংক্রমণ ঠেকাতে প্রশাসনের সহযোগিতা করতে মাঠে নেমেছে থানা পুলিশ। সামাজিক দূরত্ব সৃষ্টির পাশাপাশি মানুষকে সচেতন করারও কাজ করছেন পুলিশ সদস্যরা।
সব সড়ককে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আখাড়ার সব দোকানপাট বন্ধ রয়েছে।বিশ্ব সাস্থসংস্থার বেধে দেয়া নিয়ম মানতে উদ্বুদ্ধ করার পাশাপাশি আইন অমান্য কারিদের বিরুদ্ধে নেয়া হচ্ছে ব্যবস্থা।
Posted ১১:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম