
রওনক ইসলাম | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ | 296 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সোমবার সন্ধ্যায় ঘন্টা দু’য়েকের ব্যবধানে শিশু, বৃদ্ধসহ ১৭ জনকে কামড়েছে একটি পাগলা কুকুর। এর আগে এটির সঙ্গে থাকা একটি বাচ্চা কুকুরকে কামড়ে মেরে ফেলে।
আহতদের, প্রহলাদ ঘোষ (১২), রবিউল ইসলাম (১৩), আবুল হোসেন (৭৮) সুকুমার দাস (৬২), মো. মোজাহিদ (১২) ও শিউলী বেগম (২০) আখাউড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। পৌর এলাকার রাধানগর চৌরাস্তা ও ঘোষ পাড়া মোড় এলাকায় তারা কুকুরের কামড়ের শিকার হন।
এর মধ্যে শিউলী বেগম ঢাকা থেকে আখাউড়ায় বেড়াতে আসেন। আহত সুকুমার দাস ও প্রহলাদ ঘোষকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে।
এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। রাত সাড়ে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কুকুরটিকে মারতে এলাকার লোকজন মোড়ে মোড়ে লাঠি হাতে অবস্থান নিয়েছে।
আখাউড়া পৌরশহরের ঘোষ পাড়ার বাসিন্দা দুলাল ঘোষ জানান,ককুরটি এ পর্যন্ত ১৭ জনকে কামড় দিয়েছে, কামড় থেকে বাঁচতে আরো অনেকে দৌড়ে পালিয়েছে। মঙ্গলবার সকালে কুকুরের আক্রমণ থেকে বাঁচতে লাটি হাতে করে বাচ্চাদের স্কুলে পৌঁছে দিয়েছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও লুৎফর রহমান জানান, কুকুরের কামড়ে আহত ছয় জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে গুরুতর প্রহলাদ ঘোষ ও সুকুমার দাসকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে।
Posted ৪:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম