নিজস্ব প্রতিবেদক: আখাউড়ায় কৃষকদের মাঝে ৫০% ভর্তুকিতে ৩ টি কম্বাইন হারভেস্টার ও ১ টি রিপার মেশিন বিতরণ করা হয়।
রবি মৌসুমে কৃষির যান্ত্রিকীকরন বাড়াতে প্রণোদনা কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আজ ১৩ এপ্রিল ২০২০ তারিখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫০% ভর্তুকিতে ৩ টি কম্বাইন হারভেস্টার ও ১ টি রিপার ধান কাটার আধুনিক মেশিন বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত মেশিন গুলো উজেলার চারজন কৃষক মো:তাহের মিয়া দ্বিজয়পুর, হাসান খান খাদেম খরমপুর,নাছির উদ্দিন বাচ্চু বাউতলা, মোঃসফিকুল ইসলাম মিনার কোটকে দেওয়া হয়।
একই সাথে ধান কাঁটা,মাড়াই,ঝাড়াই ও বস্তাবন্দী করার কাজ করবে হারভেস্টার এ মেশিনটি। এ যন্ত্রটি ব্যাবহার করে ৫ লিটার জ্বালানীর মাধ্যমে এক বিঘা জমির ধান কাঁটতে ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগবে যার ফলে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।
মেশিন বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রবিউল হক মজুমদার উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া, তাহমিনা আক্তার রেইনা উপজেলা নির্বাহী অফিসার আখাউড়া, শাহানা বেগম কৃষি অফিসার আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রমূখ উপস্থিত ছিলেন।