
আহমেদ সামি | শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ | 232 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অপরাধে ১ লক্ষ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ নামক এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:ফয়সল উদ্দিন।
এ সময় কৃষি জমির কেটে ইট ভাটায় সরবরাহ করার অপরাধে মিজানুর রহমান (৫২) কে ১লক্ষ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:ফয়সল উদ্দিন জানান,ইট প্রস্তুত ও ভাটা স্হাপন(নিয়ন্রণ)আইন,২০১৩ অমান্য করায় অভিযুক্ত কে ১ লক্ষ্য টাকা অর্থদন্ড করা হয়।কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Posted ১০:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম