
রওনক ইসলাম | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ | 64 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফের এক কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা থেকে এসব ডিসপ্লে উদ্ধার করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।
সুলতানপর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের বিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গংগাসাগর বিওপির একটি টহল দল উপজেলার সীমান্ত লাগোয়া বাউতলা এলাকায় অবস্থান নেয়। টহল দলের অবস্থান বুঝতে পেরে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যায়।
এসময় কয়েকটি কার্টুন থেকে দুই হাজার ৮ টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। যার মূল্য এক কোটি ৪০ হাজার টাকা। উদ্ধার হওয়া মোবাইল ফোনের ডিসপ্লে আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার কাজ প্রক্রিয়াদিন বলেও জানানো হয়েছে।
Posted ৪:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম