
| বুধবার, ২৯ এপ্রিল ২০২০ | 726 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় কর্মহীন হয়ে পড়া এবং অসহায়, ক্ষুধার্ত,দুস্ত মানুষদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে অরাজনৈতিক সংগঠন প্রতিশ্রুতি যুব সংঘ।
আজ বুধবার সকালে পৌরশহরের মসজিদ পাড়ার ফায়ার সার্ভিস ষ্টেশণের সামনে খাদ্য সামগ্রী বিতরণ উদ্ভোধন করা হয়। পরে পৌরশহরের বিভিন্ন এলাকায় গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনের সদস্যরা।এ সব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল,তৈল,পিয়াজ,সাবান,লবণ প্রভৃতি।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, প্রতিশ্রুতি যুব সংঘের প্রধান উপদেষ্টা শাহাদাত হোসেন লিটন, প্রতিষ্ঠাতা সভাপতি আস-সাদিক ভুইয়া গালিব, সাধারণ সম্পাদক জিহাদ চৌধুরী,কোষাধ্যক্ষ আলী আজ্জম অপু ,পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম শিশু প্রমূখ।
প্রতিশ্রুতি যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি আস-সাদিক ভূইয়া গালিব জানান,পৌরশহরে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে তাদের সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে।
Posted ১২:০৬ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম