রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>

আখাউড়ায় গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা

রওনক ইসলাম   |   শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ | 197 বার পঠিত | প্রিন্ট

আখাউড়ায় গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির আলোচনা সভা পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে পৌরশহরের মালদারপাড়ায় নাইয়র রেস্টুরেন্ট সংলগ্ন মাঠে উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক রিয়াজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমদাদুল ভূইয়া (ইমতিয়াজ) এর সঞ্চালনায়


এসময় বক্তব্য রাখেন- জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাজিউর রহমান তানভীর, সদস্য সচিব হাসানুর রহমান ওবায়দুল্লাহ, জেলা ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মিয়া, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক হাফেজ মৌলানা বাইজিদ আহমেদ, যুগ্ম সদস্য সচিব ইন্জিনিয়ার দিনার মুন্সি মাহবুব, যুগ্ম সদস্য সচিব মোঃ শাব্বির আহমেদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহেল রানা রাফি, সদর উপজেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ আসলাম খান, আখাউড়া উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ইসমাইল হোসেন, আখাউড়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতা রিফাত খান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, তরুণদের নেতৃত্বে ১৭ বছরের ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতন হয়েছে। খুন, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি,সন্ত্রাসী এমন কোনো অন্যায়-অনিয়ম নেই যা তারা করেনি। আওয়ামী লীগ দেশকে মাফিয়ার রাজ্যে পরিনত করেছিল। তাদের হাত থেকে দেশবাসীকে মুক্ত করার জন্যই তারুণ্যের নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সৃষ্টি হয়েছে।


দেশের মানুষের অধিকার আদায়ের জন্য ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে সারাদেশের ন্যায় আখাউড়া উপজেলায় কাজ করে যাচ্ছি আমরা। একঝাঁক তরুণ ও দেশপ্রেমিক ছাত্র-জনতাকে নিয়ে জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার পাওয়ার অধিকার এবং বৈষম্যহীন সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করছি। আমাদের সাধ্যমতো দেশের প্রয়োজনে যখন যা বলার দরকার আমরা বলছি,যা করার আমরা করছি।

স্বাধীনতার ৫৩ বছর পরেও দেশের মানুষ তাদের স্বপ্নের বাংলাদেশ দেখতে পায়নি। দেশের রাজনীতি,অর্থনীতি সহ সকল ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ও সংস্কারের জন্য আমরা ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডও পাড়া মহল্লায় গণ অধিকার পরিষদের প্রতীক ট্রাক মার্কা পৌঁছে দেব ইনশাআল্লাহ।


আলোচনা-পরিচিতি সভা শেষে আখাউড়া থানা রোড সংলগ্ন নাইয়র রেস্টুরেন্টের সামনে পথচারী ও দোকানদারদের মাঝে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়। পরে নেতৃবৃন্দরা পৌরসভার খরমপুর গেছুদারাজ কেল্লা শহীদ (র.) এর মাজার জিয়ারত করেন।

Facebook Comments Box

Posted ১০:৫৮ অপরাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com