
| মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০ | 544 বার পঠিত | প্রিন্ট
অমিত হাসান অপু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালী করতে মহিলা সমাবেশ হয়েছে।
আজ মঙ্গলবার সকালে আখাউড়া উপজেলা পরিষদচত্বরে এই সমাবেশের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিস।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলাতথ্য অফিসার দ্বিপক চন্দ্র শীল, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার , আখাউড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক আরা, ফারজানা রুবা,মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মনির হোসেন প্রমুখ।
নতুন প্রজন্ম যাতে মাদকে জড়িয়ে না পড়ে সেদিকে নজর দেয়া ও মাদকের ভয়াবহতা থেকে সকলকে দূরে রাখা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলার আহবান জানানো হয় এই মহিলা সমাবেশে।
Posted ১০:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম