
আহমেদ সামি | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | 91 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গ্রাম আদালত বিষয় কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা বাড়াতে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের হলরুমে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় প্রকল্পের আওতায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েত আলী ভুঁইয়ার সভাপতিত্বে গ্রাম আদালতের আইন বিধি,গ্রাম আদালতের উপর নির্মিত ভিডিও প্রদর্শন ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো,কামরুল ইসলাম।
এসময়,আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ নেওয়াজ খান,সাবেক ভাবপ্রাপ্ত চেয়ারম্যান মো, সফর আলী ভূঁইয়া, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো, সাইফুল ইসলাম, ইউপি সচিব,বিধান চন্দ্র ভট্টাচার্য,প্যানেল চেয়ারম্যান মো, মুসা মিয়াসহ সকল ইউপি সদস্য, সাংবাদিক,রাজনৈতিক ব্যক্তি,সুশীল সমাজ, গ্রাম পুলিশ,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ৩:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম