
রওনক ইসলাম | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ | 307 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ায় চোরাইকৃত গরুসহ চোর চক্রের দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।বুধবার (১ জানুয়ারি) উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের শুক্কু মিয়ার ছেলে ইসমাইল মিয়া(২৪),একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ওসমান প্রকাশ শুভ(২২),
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, উপজেলা নুরপুর এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত গরুসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গরু চুরি সংক্রান্তে গরুর মালিক মোঃ মজনু ভূঁইয়া থানায় অভিযোগ দায়ের করিলে অভিযোগের প্রেক্ষিতে আখাউড়া থানায় চুরি মামলা রুজু করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান,চোরাইকৃত গরুসহ দুই গরু চোরকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Posted ৪:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম