
| শনিবার, ০৩ জুলাই ২০২১ | 941 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২টি চোরাই টিউবওয়েলসহ চুরি করার সময় দুই পেশাদার ভাসমান চোরকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ।
গ্রেফতার কৃতরা হলেন রাসেল মিয়া(৩০), জুয়েল মিয়া(২১), রাসেল বাগেরহাটের মৃত খোকন মিয়ার ছেলে এবং জুয়েল নারায়নগন্জের জামিল হকের ছেলে।তারা দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় ভাসমান জীবন যাপন করে চুরি করত বলে জানায় পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার এসআই এরশাদ মিয়া সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে আখাউড়া পৌরসভার কুমারপাড়া কলোনী হতে আজ(৩রা)জুলাই শনিবার সকালে ২টি চোরাই টিউবওয়েল ব্যাগের ভেতর লুকিয়ে নিয়ে যাবার ২জনকে হাতেনাতে গ্রেফতার করে চোরাই আলামত জব্দ করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, আসামীদের চুরি করা তাদের পেশা তারা ভাড়া করা বাসায় থেকে বিভিন্ন স্থানে এ ধরনের চুরি সংঘটন ও অভ্যাস ভাবে চোরাই মাল কেনা বেচা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ পুলিশকে জানিয়েছে।আসামীদের বিরুদ্ধে পেনাল কোডে নিয়মিত মামলা রুজু করে আজই তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ৯:১৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ জুলাই ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম