
| বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ | 1384 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম#
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো:সাদ্দাম হোসেন (২০) নামে এক পেশাদার ছিনতাইকারী ও মো: জসিম উদ্দীন হাওলাদার(৪০)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।
আজ বুধবার সকালে উপজেলার নয়াদিল এলাকা থেকে মো:সাদ্দাম হোসেন কে এবং রেল ষ্টেশন এলাকা থেকে মো:জসিম উদ্দীন হাওলাদারকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়।
আটককৃত মো: সাদ্দাম হোসেন উপজেলার নয়াদিল গ্রামের বাসিন্দা হারুন মিয়ার ছেলে অপরদিকে মো:জসিম উদ্দীন হাওলাদার শরীয়তপুরের মো:জলিল উদ্দীন হাওলাদারের ছেলে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস বলেন,আটককৃত সাদ্দাম হোসেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী বিভিন্ন আন্তঃনগর চলন্ত ট্রেন আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনের নয়াদিল রেলসেতু এলাকায় ধীরে চলাচল করে এসময় দরজা বা জানালার পাশে বসে মোবাইল ফোনে কথা বল্লে সে ট্রেন যাত্রীকে আঘাত করে মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়।
তিনি আরে বলেন, আটকৃত সাদ্দামের বিরুদ্ধে ছিনতাইসহ ট্রেনে পাথর নিক্ষেপ করার একাদিক অভিযোগ রয়েছে।আটককৃতদের আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ৯:১৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম