
রওনক ইসলাম | রবিবার, ০৬ অক্টোবর ২০২৪ | 127 বার পঠিত | প্রিন্ট
সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।দিবসটির কর্মসূচির অংশ হিসেবে রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় এসে মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভিন রুহির সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের গুরুতপূর্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন,উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম,উওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান,উঃ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী,উপজেলা প্রকৌশলী ইন্জিনিয়ার আমিনুল ইসলাম,আখাউড়া পৌরসভার টেক্স শাখার কাজী লুবনা প্রমুখ।
Posted ২:১৯ অপরাহ্ণ | রবিবার, ০৬ অক্টোবর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম