
রওনক ইসলাম | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | 116 বার পঠিত | প্রিন্ট
তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাঁজালা পারভিন রুহির সভাপতিত্বে, বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:ফয়সাল উদ্দিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জামসেদ শাহ্,বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান,মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা, এএইচ মামুন,দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েত আলী ভূঁইয়া প্রমুখ।
Posted ৫:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম