আখাউড়া প্রতিনিধি#
‘স্বপ্ন দেখবে, স্বপ্ন দেখাবে’- এ স্লোগানে আখাউড়া উপজেলা মিলনায়তনে সুবিধাবঞ্চিত অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আজ শুক্রবার সকালে ঝরাপাতা-প্রজেক্ট-০৫(রমজানে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি-২০১৯) আয়োজন করা হয়। এতে দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী দেন সেচ্ছাসেবী সংগঠন ঝরাপাতা।
প্রতিটি পরিবারকে দুই কেজি বোট,দুই কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি মুড়ি
,আধা কেজি খেজুর প্রদান করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আখাউড়া রিপোর্টাস ইউনিটির সভাপতি আব্দুল মমিন বাবুল,ব্রাক্ষণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের
সহ সভাপতি,আ ফ ম কাউসার এমরান,আখাউড়া দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম।
আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দীন বেগ শাপলু,সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন,সাংবাদিক,মো:সাইফুল ইসলাম,মোশাররফ হোসেন কবীর,মুখলেছুর রহমান অভিকবির,হাসান মাহমুদ পারভেজ প্রমুখ।
ঝরাপাতার প্রতিষ্ঠাতা সাংবাদিক মো.সাদ্দাম হোসেনের উপস্থাপনায় এছাড়াও উপস্থিতি ছিলেন,মো.মামুন খান,সাদ্দাম হোসেন,নাঈম খান,সুমন ভূঁইয়া, সিনথীয়া ঘোষ, সুফিয়া আক্তার,তানিয়া আক্তার,মাহরুমা মিমি,সাদিয়া জাহান মিম,নিপা আক্তার,সারওয়ার জাহান পথিক,রাফিন,অপু,মেহেদী হাসান প্রমুখ।