
| রবিবার, ২৯ মার্চ ২০২০ | 480 বার পঠিত | প্রিন্ট
অমিত হাসান অপু
করোনা ভাইরাস প্রতিরোধে ঝুকিপূর্ন দায়িত্বপালনে স্বাস্থ্য সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনানাশক উপকরণ বিতরন করা হয়েছে।
আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হ্যান্ডসেনিটাইজার,মাস্ক ও হ্যান্ডস গ্লাবস, সাংবাদিকদের মধ্যে বিতরণ করা হয়। এসব সামগ্রী বিতরণ করেন টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের আখাউড়া প্রতিনিধি মো:মহিউদ্দিন মিশু, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো:সাইফুল ইসলাম, মোহনা টিভির আখাউড়া প্রতিনিধি মোশারফ হোসন কবীর, এশিয়ান টিভির আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ আবীর,আখাউড়া টিভির কর্ণধার মো:সাদ্দাম হোসাইন,সাংবাদিক মো:জুয়েল,ইসমাইল হোসেন,অমিত হাসান অপু প্রমূখ।
এসময় সাংবাদিকরা সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং সবাইকে ঘরে থাকতে ও ঘন ঘন সাবান দিয়ে হাত পরিস্কার রাখতে বলেন।
Posted ১২:৩৯ অপরাহ্ণ | রবিবার, ২৯ মার্চ ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম