
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ৩০ জুন ২০২৪ | 133 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রাকৃতিক ভাবে ক্ষতিগ্রস্ত,অসচ্ছল, ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ডেওটিন ও চেক বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের ত্রান তহবিল থেকে একটি মসজিদ ও পাঁচ ব্যক্তির মাঝে দুই বান্ডেল করে ডেউটিন এবং ছয় হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
রবিবার (৩০ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেওটিন ও চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মনির হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নব যোগদান কৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা তাপস চক্রবর্তী, আখাউড়া থানার অফিসার ইনচার্জ নূরে আলম প্রমুখ।
Posted ৫:১১ অপরাহ্ণ | রবিবার, ৩০ জুন ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম