
মো, সাইফুল ইসলাম | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ | 207 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ায় তথ্য প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ফেব্রুয়ারি) উদ্ধারকৃত মোবাইল ফোনটি মালিকের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে। আখাউড়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ ছমিউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়,কয়েক মাস আগে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর গ্রামের ছিদ্দিক মিয়ার পুত্র আল আমিন নামে এক ব্যক্তির একটি মোবাইল ফোন হারিয়ে যায়।
এ ব্যাপারে আখাউড়া থানায় জিডি করলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিনের নির্দেশে এ এস আই মো: ইকবাল হোসেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইলটি উদ্ধার করে।বুধবার বিকালে উদ্ধারকৃত মোবাইলটি আখাউড়া থানা পুলিশ আল আমিনের হাতে বুঝিয়ে দেন।
উল্লেখ্য যে গত ৪ ও ১১ ডিসেম্বর তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ আরো দুইটি মোবাইল উদ্ধার করে মালিকের হাতে বুঝিয়ে দিয়েছে।
Posted ৮:৩৪ অপরাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম