
রওনক ইসলাম | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ | 282 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ জিসান (২২) নামে এক কিশোরগ্যাং সদস্যকে জনতা আটক করে থানায় সোপর্দ করেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে মোগড়া ইউনিয়নের সেনারবাদী এলাকা থেকে তাকে আটক করে স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা আখাউড়া থানায় খবর দিলে পুলিশ থানায় নিয়ে যায়।
আটক কিশোরগ্যাং সদস্য জিসান আখাউড়া পৌরসভার কলেজ পাড়ার মো: মনির সরকারের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী সেনারবাদী এলাকায় কয়েকজনকে ছেলেকে দেখতে পায় স্থানীয়রা। এসময় সাথে থাকা একটি প্লাস্টিকের বস্তা সন্দেহ হলে বস্তা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় কিশোর গ্যাংয়ের সদস্য জিসানকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সদস্য জিসানকে আটক করে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো.ছমিউদ্দিন জানান, স্থানীয় লোকজনের সহায়তা কিশোর গ্যাং সদস্য জিসানকে আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।
Posted ৪:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম