
| শনিবার, ১৮ জুলাই ২০২০ | 1253 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
আখাউড়ায় মহিলা আওয়ামী লীগের সভাপতি সহ নতুন করে ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার দুপুরে প্রাপ্ত ফলাফলে তাদের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে আখাউড়া উপজেলায় ১৫৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।এবং মৃত্যু হয়েছে ৬ জনের।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মঞ্জু আরা বেগম (৬৫)সহ পৌরসভার দেবগ্রামের জাকির হোসেন (৪৫), হোসেন মিয়া (৩৫), তাসলিমা আক্তার (২২), পারুল বেগম (২৩), জামাল মিয়া ৪০, জাকিররুজ্জামান লিয়ন(২৯), রিমন মিয়া (৩৮),আখাউড়া মোগড়া ইউনিয়নের গঙ্গাসাগর গ্রামের শরীফ আহাম্মদ (৫৫), ও তার সন্তানকে (২১), আরাফাত (১৮), নওশীন ( ১০), নয়াদিল গ্রামের আব্দুল মান্নান (৩৯),করোনা আক্রান্ত হয়েছেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার শুভ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন, করোনা আক্রান্ত সকলকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে।
Posted ১০:৩৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ জুলাই ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম