
| রবিবার, ০৫ জুলাই ২০২০ | 906 বার পঠিত | প্রিন্ট
অমিত হাসান অপু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নতুনকরে ব্যাংক কর্মকর্তা ও একই পরিবারের স্বামী,স্ত্রী, সন্তানসহ ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।আজ রোববার ৫(জুলাই)দুপুরে প্রাপ্ত ফলাফলে তাদের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দারাল ৮৮ জনে।করোনার উপসর্গ নিয়ে আখাউড়ায় ৪ জনের মৃত্যু হয়েছে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা:শুভ্ররায় জানান, ফলাফলে নতুন করে করোনায় আক্রান্তরা হলেন আখাউড়া ধরখার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের একই পরিবারের জহিরুল ইসলাম(৭০) তার স্ত্রী ফিরোজা বেগম (৬০)ছেলে নাজমুল হক (৪০) একই ইউনিয়নের নুরপুর গ্রামের জহিরুল হোসেন(৩৯) পৌরসভার রাধানগরের রাইহান মিয়া(২৬) আখাউড়া ইসলামী ব্যাংকের ফারুক মোহাম্মদ (৪৯)।
আক্রান্ত সকলকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন।এ নিয়ে আখাউড়া উপজেলায় মোট ৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৪ জনের মৃত্যু হয়েছে।
Posted ১০:০৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ জুলাই ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম