আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নতুন করে বিআরডিবি কর্মকর্তা,একই পরিবারের ৪ জনসহ ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।এ নিয়ে উপজেলায় করোন আক্রান্তের সংখ্যা বেড়ে দারাল ১১১ মৃত্যু হয়েছে ৫ জনের।আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃশুভ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, আজ শুক্রবার (১০ জুলাই) প্রাপ্ত ফলাফলে উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের আমেনা বেগম (২৩),নাসিমা বেগম(২৯),আবুল কাশেম (৬৫),ও জাহানারা বেগম(৫৫) নামে ৪ জন করোনায় পজিটিভ হয়েছে।
এছাড়া আখাউড়া পৌরসভার রাধানগর গ্রামের একই পরিবারের সুনীল বণিক(৬২),তার স্ত্রী কল্পনা রানী বণিক(৪৮),একই গ্রামের আবু কাওছার ভূইয়া(৩১) মসজিদ পাড়ার মোঃসালমান(২৭),বিআরডিবি কর্মকর্তা খোরশেদ আলম(৫০) করোনায় আক্রান্ত হয়েছে।আক্রান্ত সকলকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।