
রওনক ইসলাম | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | 402 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে এক প্রবাসীর পরিবার। রোববার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের উমেদপুর গ্রামের অহিদ মোল্লার মালয়েশিয়া প্রবাসী পুত্র আজাদ মিয়া ও ইসহাক মিয়ার পরিবার এ সংবাদ সম্মেলন করেন।
আজাদ মিয়ার মা ফয়েজা বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইসহাক মিয়ার স্ত্রী ফারহানা বেগম। ফয়েজা বেগম লিখিত বক্তব্যে বলেন, কিছু দিন আগে একই গ্রামের মেহেদী হাসানের পুত্র রাকিব মিয়া মালয়েশিয়া গিয়ে থাকার জায়গা না পেয়ে আজাদ মিয়া ও ইসহাক মিয়ার কাছে আশ্রয় চায়।
গত ১৭ ফেব্রুয়ারী আজাদ ও ইসহাক ডিউটিতে চলে গেলে রুম থেকে নগদ মালয়েশিয়ান রিঙ্গিত ও মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পরে রাকিব মিয়ার খোজ না পেয়ে বিষয়টি পুলিশ মালয়েশিয়ান পুলিশকে জানায় আজাদ মিয়া। পুলিশ এসে রুম তল্লাশি করে রাকুব মিয়ার পাসপোর্ট উদ্ধার করে নিয়ে যায়। এরপর থেকে রাকিব মিয়া পলাতক রয়েছে।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাকিব মিয়ার মা লক্ষ্মী বেগম লোকজন নিয়ে প্রবাসী আজাদ মিয়ার মা, বাবা ও স্ত্রীকে গালগাল করে। তাদেরকে মারধর করতে আসে। প্রাননাশের হুমকি দেয়। ফয়েজা বেগম আরও অভিযোগ করেন মালয়েশিয়ান পুলিশ রাকিব মিয়ার পাসপোর্ট জব্দ করায় লক্ষ্মী বেগম আমার ছেলেদেরকে দোষারোপ করছে। রাকিবের মা লক্ষ্মী বেগম একজন চিহ্নিত মাদককারবারী। সে খুবই উচ্ছৃঙ্খল মানুষ। তাদের ভয়ে বাড়ি থেকে বের হতে পরছি না। নামাজ পড়তে মসজিদে যেতে পারনি। তিন দিন ধরে ঘরবন্দী হয়ে আছি।
পুলিশ সুপার এবং আখাউড়া থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু কোন প্রতিকার পাইনি। আমরা নিরাপত্তা হীনতায় আছি।প্রবাসী ইসহাক মিয়ার স্ত্রী ফারহানা বেগম বলেন আমি গর্ভবতী। রাকিবের মা আমার তিন বছরের শিশুকে মেরে ফেলার হুমকি দিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত লক্ষ্মী বেগম বলেন আমি ছেলে রাকিব মিয়াকে মালয়েশিয়া পাঠিয়েছি কাজ করার জন্য। চুরি করার জন্য নয়। তারা আমার ছেলের নামে মিথ্যা অভিযোগ করছে। প্রাননাশের হুমকির অভিযোগ সত্য নয়।
জানতে চাইলে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছমি উদ্দিন বলেন, প্রবাসীর পরিবারের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৫:১৬ অপরাহ্ণ | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম