
রওনক ইসলাম | বুধবার, ০৫ মার্চ ২০২৫ | 302 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে তসিব মিয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৫ মার্চ) দুপু্রে উপজেলার মোগড়া ইউনিয়নের গঙ্গানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত তসিব আজ দুপুরের দিকে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তী সময়ে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে তসিবের মরদেহ ভেসে উঠতে দেখে। পরে তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. এম এইচ মামুন জানান, ইউনিয়নের গঙ্গানগর গ্রামে একটি শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে শুনেছি। এ সব ঘটনায় সন্তানদের খোঁজ রাখা সহ মা-বাবাকে আরও সতর্ক থাকার আহবান করছি।
Posted ৭:৫২ অপরাহ্ণ | বুধবার, ০৫ মার্চ ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম