
| বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০ | 480 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের করোনাভাইরাস দুর্যোগ মোকাবেলায় উপজেলার অসহায় পরিবারের শিশুদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার শিশুখাদ্য বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে আখাউড়া দহ্মিণ ইউনিয়ন পরিষদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ শিশুখাদ্য বিতরণ উদ্ভোধন করেন।
উপজেলার পাঁচটি ইউনিয়নের ১২৫ জন অসহায় পরিবারের শিশুর মাঝে প্রধানমন্ত্রীর এ উপহার শিশুখাদ্য বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমি কর্মকর্তা মো:কফিল উদ্দীন, আখাউড়া দহ্মিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দীন, ইউনিয়ন সচিব আবুল হাসেম প্রমুখ।
Posted ৩:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম