
| মঙ্গলবার, ১৯ মে ২০২০ | 639 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দুই হাজারমানুষের মাঝে খাদ্য সহায়তার উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে আখাউড়া পৌরশহরের শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী শেখহাসিনার উপহার স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক এমপিরসৌজন্যে দুই হাজার লোকের মধ্যে বিশ টন চাউল বিতরণ করা হয়।
চালবিতরণ কাজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলাখাঁন, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারমোহাম্মদ আনিসুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শহীদ স্মৃতিসরকারি কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, আখাউড়া পৌরসভা মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল , আখাউড়া থানা ইনচার্জ রসুলআহমেদ নিজামী প্রমূখ।
খাদ্যসামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সামাজিক ও নিরাপদ দুরোত্ব বজায় রেখে চলা উচিৎ এবং কারো যদি খাদ্য সহায়তার প্রয়োজন হয় তাহলে স্থানীয় প্রতিনিধি ও প্রশাসনকে জানানোর আহবান করেন।
Posted ৮:৫১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম