
অমিত হাসান অপু: | মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১ | 344 বার পঠিত | প্রিন্ট
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আখাউড়া উপজেলা আওয়ামীলীগের ও সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল,কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সড়ক বাজারস্থ দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভুঁইয়া, যুগ্ন আহ্বায়ক মনির হোসেন বাবুল,পৌর আওয়ামীলীগের সভাপতি ডক্টর অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজীম, যুগ্ন আহবায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়, দোয়া শেষে কেক কেটে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করা হয়েছে।
Posted ৭:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম