
| বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯ | 601 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি#
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুর্গাপুর প্রবাসী অনলাইন
ফোরামের অর্থায়নে দুর্গাপুর-টানপাড়া প্রাথমিক বিদ্যালয়ের হতদরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুলড্রেস বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে দুর্গাপুর -টানপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোর্শেদ আলমের সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাকজিল খলিফা কাজল ,মেয়র আখাউড়া পৌরসভা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসুল আহম্মেদ নিজামী ,ওসি আখাউড়া থানা মোছা:নূরজাহান বেগম ,উপজেলা শিক্ষা অফিসার আখাউড়া আরিফুল আমীন ,ওসি তদন্ত আখাউড়া থানা তাজুল ইসলাম ,ওয়ার্ড কমিশনার দুর্গাপুর।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের এই উদ্যেগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তা অব্যাহত রাখার অনুরোধ জানান।
উল্লেখ্য প্রাথমিক পর্যায়ে ৫০জন হতদরিদ্র ছাত্র-ছাত্রীর মাঝে স্কুলড্রেস বিতরণ করা হয়। পর্যায় ক্রমে সকল হতদরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুলড্রেস বিতরন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।
Posted ১:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম