শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>

আখাউড়ায় প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে জনতার বিক্ষোভ মিছিল

মো:সাইফুল ইসলাম   |   মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ | 128 বার পঠিত | প্রিন্ট

আখাউড়ায় প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে জনতার বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোগড়া ইউনিয়নের প্রশাসক ডা. এ এইচ মামুন ভূঁইয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ইউনিয়নের সাধারণ জনগণ।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার মোগড়া ক্যামব্রিয়ান কলেজের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি মোগড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে প্রতিবাদ সভায় পরিণত হয়। এ কর্মসূচিতে ৩নং মোগড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।


প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রশাসক ডা. এ এইচ মামুন ভূঁইয়া একজন সৎ, দক্ষ ও জনবান্ধব ব্যক্তি। তাঁর জনপ্রিয়তা ও কার্যকর প্রশাসনিক ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

এসময় আমান মোল্লা বলেন, “জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক এই মানুষটির বিরুদ্ধে অপপ্রচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”


রাশেদ ভূঁইয়া বলেন, “ডা. মামুন ভূঁইয়া তার সততা ও নিষ্ঠার কারণে সব সময় প্রশংসিত। কিছু স্বার্থান্বেষী মহল তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চায়।”

সাবেক ইউপি সদস্য শহীদ মিয়া বলেন, “এ ধরনের অপপ্রচারে আমাদের সম্প্রীতির পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা প্রশাসনের কাছে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”


মো. এরশাদ মিয়া বলেন, “যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। একজন সৎ প্রশাসকের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।”

মামুন মৃধা, আবু সিদ্দিক মেম্বার, ফেরদৌস আহমেদ ভূঁইয়া, হানিফ মিয়া, হারুন মিয়া এবং হেফজ মিয়া-সহ অন্যান্য নেতৃবৃন্দও সভায় বক্তব্য রাখেন এবং অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এসময় বক্তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, অনতিবিলম্বে অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং মোগড়া ইউনিয়নের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা হোক।

Facebook Comments Box

Posted ২:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com