
ডেস্ক রিপোর্ট | সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | 132 বার পঠিত | প্রিন্ট
ছবি:-আখাউড়ার আলো২৪.কম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে রেলওয়ে স্টেশন হতে আমদানি নিষিদ্ধ ভারতীয় আতশবাজির একটি বড় চালান আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ এরশাদুর রহমান ও আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন খন্দকারের নেতৃত্বে বিশেষ অভিযানটি চালিয়ে এসব আতশবাজি আটক করা হয়।
সোমবার(২১ এপ্রিল) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন খন্দকার জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে মাছের খাদ্যের পার্সেলের আড়ালে ভারতীয় আতশবাজি পরিবহন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করলে, পুলিশ পার্সেল বগিতে তল্লাশি চালিয়ে ১০ টি বস্তায় ৮ হাজার ৯শ প্যাকেট আতশবাজি উদ্ধার করে। যার বাজারমূল্য আনুমানিক প্রায় ৩ লাখ ৩৮ হাজার টাকা।
এ ঘটনায় পার্সেলের বুকিং কপিতে থাকা তথ্য অনুযায়ী আজাদ ও রাসেল মিয়া নামের দুইজন এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে আখাউড়া রেলওয়ে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।
আখাউড়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ এরশাদুর রহমান বলেন, এই ঘটনায় দুইজনের নাম সহ অজ্ঞাত আরো তিন/চার জনকে আসামী করা হয়েছে। তাদের নামে বিস্ফোরক আইনে মামলা দেওয়া হয়েছে। রেলপথ ব্যবহার করে কোনো ধরণের অবৈধ মালামাল পরিবহন করা যাবে না। এ বিষয়ে রেল পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে রেল পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Posted ৬:১৮ অপরাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম