
| মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯ | 709 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম#
আখাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক মেরামত করে দিলেন পুলিশ সদস্যরা। আজ মঙ্গলবার আখাউড়া থানার অফিসার ইনর্চাজসহ পুলিশ সদস্যরা এই মেরামত কাজে অংশগ্রহন করে।
জানাগেছে, গত দুইদিনের প্রবল বর্ষন ও ভারতের পাহাড়ি ঢলের পানিতে আখাউড়া দক্ষিণ ইউনিযনের কালিকাপুর, বীরচন্দ্রপুর, আব্দুল্লাহপুর ও ধলেশ্বর গ্রামের হাজারো মানুষের যোগযোগের প্রধান সড়কটি পানিতে তলিয়ে যায়। এসময় অতিরিক্ত পানির স্রোতে সড়কটি ভেঙ্গেচুরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বন্ধ হয়ে পড়ে মানুষের যোগাযোগ ব্যবস্থা।
পরে আখাউড়া থানা পুলিশের অর্থায়নে পুলিশ সদস্যরা স্থানীয়দের নিয়ে আজ মঙ্গলবার দুপুরে সড়ক মেরামত কাজ শুরু করে। মেরামত কাজের সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী, আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন, স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম প্রমুখ।
Posted ১:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম