
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪ | 57 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থসহায়তা দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সোমবার (২রা সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর মাদ্রাসা মাঠে সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ নগদ অর্থ বিতরণ করেন। এ সময় বন্যাদুর্গত মানুষদের সাহায্যার্থে সরকার ও দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।
নগদঅর্থ বিতরণ কালে প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মোবারক উল্লাহ,আখাউড়া হেফাজত নেতা মাওলানা ওবায়দুল ভাদুঘরী,মাওলানা মাহমুদুল হাসান, হাজী মো: বিল্লাল হোসেন,মুফতি ইব্রাহিম, মাওলানা রাসেল মোল্লা প্রমুখ।
Posted ৬:০৯ অপরাহ্ণ | সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম