
| বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ | 639 বার পঠিত | প্রিন্ট
অমিত হাসান অপু:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বুধবার সন্ধ্যায় সড়ক বাজারের দুটি ফার্মেসি যথাক্রমে দরদী ফার্মেসি এবং সরকার ফার্মেসি তে এক অভিযান পরিচালনা করেন র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের এ এস পি ও স্পট কমান্ডার মোহাম্মদ বেলায়েত হুসাইন এর নেতৃত্বে র্যাবের একটি দল।
বিক্রির জন্য ঔষুধ প্রশাসনের অনুমোদনবিহীন কয়েকটি ঔষধ সংরক্ষণ এবং বিক্রির অপরাধে দরদী ফার্মেসির স্বত্বাধিকারী আব্দুল আজিজ, দরদী ফার্মেসির কর্মচারী যুটন দাস, এবং সরকার ফার্মেসি সালমানকে আটক করে নিয়ে যান পরবর্তীতে তাদের বিরুদ্ধেে মামলা দিয়ে থানায় প্রেরণ করা হবে বলে জানান।
ভবিষ্যতেও র্যাবের এ ধরনের জনকল্যাণমূলক এবং অনুমোদনবিহীন অবৈধ ঔষধ বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও এ এসপি ও স্পট কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন জানান।
Posted ১১:৩৮ অপরাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম