
আহমেদ সামি | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ | 143 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ায় বিদ্যালয় ভবনে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে কামাল হোসেন (১৮) নামের এক রাজ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় সালমান (২১) নামের আরেক রাজ শ্রমিক গুরুতর আহত হয়।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কামাল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শেরপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ও আহত সালমান একই উপজেলার কামালপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালের দিকে আমোদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের তৃতীয় তলার ছাদে কাজ করার সময় লোহার রড বৈদ্যুতিক তাঁরের স্পর্শে আসলে রাজ শ্রমিক কামাল ও সালমান বিদ্যুৎপৃষ্ট হয়।
এসময় সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন ও আশঙ্কাজনক অবস্থায় সালমানকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন বলেন,আমরা ঘটনাস্থলে এসে তথ্য সংগ্রহ করেছি।মৃত্যুর জন্য কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি প্রাথমিকভাবে মনে হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর আইনী প্রক্রিয়া চলছে।
Posted ২:৫৫ অপরাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম