
| বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২০ | 635 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মনিয়ন্ধ ইউনিয়নের হরিপুর মৃধাবাড়ী যুব সংগঠন ও চৌধুরী বাড়ি তরুণদের উদ্যোগে মনিয়ন্দ দক্ষিণ পাড়া শেখ মার্কেট প্রাঙ্গনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ডায়াবেটিস পরীক্ষা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় মনিয়ন্দ প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় ও গ্রামের অসহায় দরিদ্র মানুষ সহ ৩ শতাধিক মানুষকে বিনামূল্যে এই সেবা প্রদান করা হয়।
আলোচনা সভায় মোঃ সাইফুল ইসলাম চৌধুরি রিয়াদ এর সঞ্চালনায় ও মাহবুবুল আলম চৌধুরী দ্বীপক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন চৌধুরী অবসরপ্রাপ্ত উপ সহকারী প্রকৌশলী রেলওয়ে কুমিল্লা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ কামাল ভুইয়া,আলমগীর হোসেন ভূঁইয়া,শফিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মহান স্বাধীনতা যুদ্ধে মনিয়ন্ধ গ্রামের বিশেষ ভূমিকা ছিল এই গ্রামে একটি মহিলা কলেজ করার পরিকল্পনা তার রয়েছে, তিনি মনিয়ন্ধ হরিপুর যুবসংঘঠন চৌধুরী বাড়ির তরুণদের প্রশংসা করে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
Posted ৩:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম