রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>

আখাউড়ায় বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার সমাপ্তি

রওনক ইসলাম   |   রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ | 103 বার পঠিত | প্রিন্ট

আখাউড়ায় বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার সমাপ্তি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

এ বছর সবচেয়ে শৃঙ্খলা ও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে দুর্গাপূজা। শান্তিপূর্ণ পরিবেশ ও যথাযথ ধর্মীয় মর্যাদায় উপজেলার ২৪ টি পূজা মন্ডবে পূজা অর্চনা শ্রদ্ধা নিবেদন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে দেবী ভক্তরা পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব উদযাপন করেন।


এ বছর দুর্গা পূজা উপলক্ষে উপজেলার প্রতিটি মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়।প্রতিটি পূজা মণ্ডপে আনসার পুলিশ বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা আইন-শৃঙ্খলার দায়িত্বে ছিলেন। এছাড়াও এবছর নিরাপত্তার জন্য প্রতিটি মন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হয়। পূজা বিসর্জন কালে ২৫ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে.কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ,সহকারী পরিচালক নুরুল হুদা,উপ অধিনায়ক মেজর মঈন উপস্থিত ছিলেন।

শ্রী শ্রী কেন্দ্রীয় রাধামাধব আখড়া কমিটির সভাপতি চন্দন কুমার ঘোষ জানান,এবছর আমাদের শারদীয় দুর্গোৎসব আনন্দের সাহিত পালন করেছি। ৫৩ বছরের ইতিহাসে এবারেই আমরা বেশী নিরাপত্তা উপভোগ করেছি।


উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু জানান,দূর্গা পূজার আগে দুটি বিষয় নিয়ে সংখ্যা ছিল বৃষ্টি আর সংখ্যা তবে বৃষ্টিও ছিলনা আর আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিজ নিজ দায়িত্ব থেকে নিরাপত্তা দিয়েছে। সকলের সহযোগিতা আনন্দপূর্ন দুর্গোৎসব পালনে সহযোগিতা করায় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২৫ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে.কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, বিজিবির দশ প্লাটুন সদস্য বেইজ ক্যাম স্থাপন করে সীমান্তের ৮ কিলোমিটার ভিতরে প্রতিটি পূজা মন্ডপে দৈনিক ৪-৫ বার বিজিবি সদস্যরা গিয়েছে। বর্তমান সরকারের নির্দেশনায় বিজিবি দেশের স্বার্থে যেকোনো প্রয়োজনে যেকোনো সময়ে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করবে এবং করে আসছে। এ বছরের মত নিরাপত্তা বলয়ের মধ্য থেকে তারা যে আনন্দ গণ পরিবেশে দুর্গাপূজা পালন করতে পেরেছে এটা একেবারে নজিরবিহীন।


Facebook Comments Box

Posted ৮:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com