
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | 247 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১১৫০ কেজি ভারতীয় কফিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার ভোরে উপজেলার ধরখার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, কসবা উপজেলার হারিয়াবহ গ্রামের শামসু মিয়ার চেলে কাউছার মিয়া(৪০),বড়টুবার কুদ্দুস মিয়ার ছেলে আবু কালাম (৪২),ধজনগর গ্রামের নুরু মিয়ার ছেলে সেলিম মিয়া (৫৫)।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাসিমের নেতৃত্বে এস.আই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।আখাউড়া থানার(ওসি) আবুল হাসিম মামলা দায়েরের পর তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে পাঠানো হয়েছে।
Posted ৬:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম