
রওনক ইসলাম | শুক্রবার, ০৭ মার্চ ২০২৫ | 224 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার পর ভোটারদের ছবি তোলা কার্যক্রম শুরু করেছে উপজেলা নির্বাচন অফিস।
শুক্রবার (০৭ মার্চ) সকাল ৯টায় পৌরসভার এড. সিরাজুল হক পৌর উচ্চ বিদ্যালয়ে হালনাগাদ করা নতুন ভোটারদের ছবি তোলা, আঙ্গুলের ছাপ দেওয়া ও চোখের আইরিশের প্রতিচ্ছবি দেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি।
এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমদ সিকদার, সহকারী নির্বাচন কর্মকর্তা ফাহমিদা ফাইজাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচন অফিস সূত্রে জানাগেছ, উপজেলায় ১টি পৌরসভার ও ৫টি ইউনিয়নে মোট ৬ হাজার ৬শজন নতুন ভোটার হালনাগাদের জন্য তথ্য সংগ্রহকারীদের কাছে তথ্য দিয়েছেন। ৮টি ধাপে উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে আগামী ১৪ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমদ সিকদার জানান, গত ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলার একটি পৌরসভা ও ৫টি ইউনিয়নের ৬ হাজার ৬০০ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা৷ ছবি তোলার কেন্দ্রগুলোতেও নতুন ভোটাররা নিবন্ধিত হতে পারবেন বলেও জানান তিনি।
Posted ৯:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ মার্চ ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম