
| মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০ | 1782 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক-জঙ্গীবাদ বাল্যবিবাহ-ধর্ষণ-দুর্নীতির সাথে কোনোরকম আপোষ না করার শপথ নিলেন ১৪শ’ শিক্ষার্থী।
এসময় তারা মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ধর্ষণ ও দুর্নীতিকে লাল কার্ড প্রদর্শন এবং দেশপ্রেম ও সত্যবাদিতাকে সবুজ কার্ড প্রদর্শন করে।
আজ মঙ্গলবার সকালে সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ আয়োজিত এক সভায় শিক্ষার্থীরা এই শপথ নেয়। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী।
তুলাইশিমুল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুল আমীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিম, সংগঠনের চান্দিনা শাখার সভাপতি সৌরভ আহম্মেদ মাকসুদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার প্রচার সম্পাদক মো. রাসেল আহম্মেদ, সদস্য আরমান, নিহাদ প্রমূখ।
পরে শিক্ষর্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ করান ওসি রসুল আহমদ নিজামী।
Posted ১২:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম