
| শনিবার, ১৬ জুন ২০১৮ | 1116 বার পঠিত | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি: গত দুইদিনে পুলিশ আখাউড়ার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে মো: বিল্লাল হোসেন (২৫), মো: মামুন মিয়া (২৩) ও বারেক মিয়া (৩৭) নামে ৩ চিহ্নিত অপরাধীকে আটক করেছে। আটককৃতদের মধ্যে মো: বিল্লাল হোসেন ও মামুন মিয়ার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। বারেক মিয়া মাদকসহ আটক হয়েছে।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশ মোগড়ায় অভিযান চালিয়ে মো: জাহাঙ্গীর মিয়ার পুত্র মো: বিল্লাল হোসেনকে আটক করে।
কালিকাপুর অভিযান চালিয়ে রাসেল মিয়ার পুত্র মামুন মিয়াকে আটক করে।
আখাউড়া মসজিদপাড়ায় অভিযান চালিয়ে ফুল মিয়ার পুত্র বারেক মিয়াকে আটক করে।
এ ব্যপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানায়, পুলিশের বিশেষ অভিযান অব্যহত রয়েছে। অপরাধী কাউকে ছাড় দেয়া হবে না।
Posted ৪:৩৫ অপরাহ্ণ | শনিবার, ১৬ জুন ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক