
| বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯ | 1100 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি#
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চিহ্নিত শীর্ষ মাদক চোরাকারবারি আবেদা বেগম ও তার ছেলে ইব্রাহিম গংদের নির্যাতন থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গ্রামবাসী।
আজ বৃহস্পতিবার সকালে আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে আখাউড়া উপজেলার ছোটকুড়িপাইকা গ্রামের ভুক্তভোগী বাসিন্দা আমজাদ আলী বলেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আবেদা বেগম ও তার ছেলে ইব্রাহিম মিয়া তাদের বাড়িতে মাদক স্পট খোলে।
ফেন্সিডিল, মদ ও ইয়াবা সেবন করতে দূর দূরান্ত থেকে মোটরসাইকেল যোগে রাত বিরাত লোকজন যাতায়াত করে।
তাদের এ ধরনের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করলে আমজাদ আলীসহ গ্রামের নিরীহ প্রতিবাদী একাধিক লোকের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানি করে আবেদা ও ইব্রাহিম।
আমজাদ আলী আরো বলেন সম্প্রতি ঐসব মাদক ব্যবসায়ীরা আমার বাড়ির উপর দিয়ে মাদক বহন করলে আমি বাদা দিলে মাদক ব্যবসায়ী আবেদা ও ছেলে ইব্রাহীমের নেতৃত্বে স্বদল বলে আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে।
মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হামলা থেকে বাঁচতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভোক্তভোগী গ্রামবাসীরা।
Posted ১০:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম