
| সোমবার, ২৪ আগস্ট ২০২০ | 486 বার পঠিত | প্রিন্ট
অমিত হাসান অপু:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পরিচিতি সভা ও ৪ জন কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সোমবার (২৪আগস্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলা মিলনায়তনে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মুক্তি যোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন স্বাধীনের সভাপতিত্বে ও সহ উপদেষ্টা দীপঙ্কর ঘোষ নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেজবাউল আলম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জমশেদ শাহ্, উপজেলা সংসদ সন্তান কমান্ড কমিটির নির্বাহী সভাপতি আবুল বাশার,সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম,সহ সভাপতি পারভেজ ভূঁইয়া, সহ-সভাপতি শামসুজ্জামান সোহেল,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ যুবরাজ শাহ্ রাসেল,সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, পৌর কমিটির সভাপতি শরিফুল ইসলাম,সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম,সহকারী কমিশনার (ভূমি) মেজবাউল আলম,পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
Posted ৩:১৫ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম