
| বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০ | 381 বার পঠিত | প্রিন্ট
অমিত হাসান অপু:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২০ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসুচীর মধ্যে আজ বুধবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবস পালনের সূচনা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে আখাউড়া উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,ধর্মীয় প্রতিষ্ঠান ও উপজেলার সর্বস্তরের মানুষ উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করে।
পরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে কুচকাওয়াজ শারীরিক কসরত প্রদশর্নী ও উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া,মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া,সহকারী কমিশনার ভুমি মেজবাউল আলম ভূইয়া, উপজেলা আওয়ামিলীগের আহবায়ক জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক সেলিম ভূইয়া, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য আতিউর রহমান নাজিম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলার সাবেক মুক্তিযুদ্ধার কমান্ডার জামসেদ শাহ্, আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী।
পরে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহন কারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Posted ৯:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম