
রওনক ইসলাম | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ | 54 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া উপজেলার আমোদাবাদ আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো.তারেক এর পদত্যাগ দাবি করে ছাত্র-ছাত্রীরা।
তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তোলা রোববার সকালে ওই বিদ্যালয়ের মাঠে মানববন্ধন কর্মসুচি পালন করে শিক্ষার্থীরা। ওই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ও অভিভাবকরা মানববন্ধন, প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
পরে একটি মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। প্রতিবাদ সভায় তারা বলেন, এই প্রধান শিক্ষক একজন দুর্নীতিবাজ।সে বিভিন্ন ভাবে ছাত্র ছাত্রীদের কাছে অতিরিক্ত টাকা করেছে। তার বিরুদ্ধে বিদ্যালয়ের শুরুতে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে। তাকে কেউ সরুতে পারেনি।এলাকার কিছু লোকজনকে সে ম্যানেজ করে কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে আমোদাবাদ আলহাজ্ব শাহ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী তারেক বলেন,আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
Posted ২:৩২ অপরাহ্ণ | রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম