রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>

আখাউড়ায় সাংবাদিকদের সাথে পৌর প্রশাসকের পরামর্শ সভা

আহমেদ সামি   |   সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | 148 বার পঠিত | প্রিন্ট

আখাউড়ায় সাংবাদিকদের সাথে পৌর প্রশাসকের পরামর্শ সভা

আখাউড়া পৌরসভায় নতুন করে উন্নয়ন, হাট বাজার ইজারা, যানজট ও অপরিচ্ছন্নতা নিরসনে স্থানীয় সাংবাদিকদের সাথে আলোচনা করেছে পৌর কর্তৃপক্ষ ।

সোমবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলোচনা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি।


এসময় পৌরসভার নতুন বাজারহাট ইজারা দেয়াসহ পৌর শহরের যানজট ও অপরিচ্ছন্নতা নিরসনে সাংবাদিকদের নিকট পরামর্শ চেয়েছেন পৌর প্রশাসক।

সভায় যানজট নিরশনে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিক্সার যত্রতত্র চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা গ্রহনে কথা বলা হয়। রাস্তার উপর যেখানে সেখানে দোকান পাট, বাইক ও অটোরিক্সা পার্কিং নিয়ন্ত্রণে নির্ধারিত স্থান ব্যবহারের উপর গুরুত্ব দেয়া হয়। শহরের বিভিন্ন এলাকা, পাড়া, মহল্লার রিকশা ভাড়া নির্ধারন করার বিষয়েও আলোচনা হয়।


পৌরশহরের বর্জ ব্যবস্থাপনাকে আরো উন্নত করার কথা বলা হয়। প্রয়োজনে বাড়ি বাড়ি বর্জ সংগ্রহ কার্যক্রম করার প্রস্তাব দেয়া হয়। বর্জ ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে আসতে পারলে একটি স্বাস্থ্যকর, সুন্দর ও পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তুলা সম্ভব বলে অনেকেই মত প্রকাশ করেন।

জনগণের জন্য সহনশীল রেখে পৌর শহরের বাজারহাট ইজারা দেয়ার কথা বলা হয়। শহরের বড় বাজারে সরকারী বাজার থাকা সত্যেও সড়ক বাজার এলাকায় অবস্থিত রেলওয়ের ভুমিতে ভাড়া দিয়ে বাজার পরিচালনার বিষয়টিও সভায় উপস্থাপন করা হয়।


পরামর্শ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ খান,সাংবাদিক নাছির উদ্দিন,জুটন বণিক, নুরুন্নবী ভুইয়া, মো:সাইফুল ইসলাম,ফজলে রাব্বি,আনিসুর রহমান, রুবেল আহমেদ,শিমুল খান,জুনাইদ আহমেদ পলক,জালাল হোসেন মামুন,মোহাম্মদ আবীর,সাদ্দাম হোসেন,হাছান মাহমুদ,ইসমাইল হোসেন,মো:রনি প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:২৭ অপরাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com