
রওনক ইসলাম | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | 62 বার পঠিত | প্রিন্ট
তৃতীয়বারের মতো দৈনিক কালের কণ্ঠের সেরা জেলা প্রতিনিধি নির্বাচিত হওয়ায় পত্রিকাটির ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত বিশ্বজিৎ পাল বাবুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার রাতে জেলার আখাউড়া উপজেলার শ্রী শ্রী রাধামাধব আখড়া এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
সংবর্ধনা উপলক্ষে আখড়া প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুরের ভুবন সঙ্গীতাঙ্গন আয়োজিত ওই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো জীবন্ত পুতুলের নাচ, যা দর্শকদেরকে মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক গাজালা পারভীন রুহি। আখড়া কমিটির সভাপতি চন্দন কুমার ঘোষের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, আখড়া কমিটির সাধারন সম্পাদক অলক কুমার চক্রবর্তী। যুগ্ম সাধারন সম্পাদক দীপংকর ঘোষের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক জুটন চন্দ্র বনিক।
অনুষ্ঠানে সফল সম্মলেনের আয়োজক সাবেক কমিটির ১৬ জনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বিশ্বজিৎ পাল বাবুর কর্মনিষ্ঠতা, একাগ্রতা, সততা ও সাহসিকতার প্রশংসা করেন। পাশাপাশি সেরা জেলা প্রতিনিধি হিসেবে বাছাই করায় কালের কণ্ঠ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Posted ৩:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম