
| বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১ | 429 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রোপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রতিবাদ ও মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ।
বুধবার সকালে আখাউড়া উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের ব্যানারে পৌরশহরের সড়ক বাজারে এ কর্মসূচি পালিত হয়।
আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হান্নান খাদেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মো: সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: জালাল হোসেন মামুন, পেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: ফজলে রাব্বি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: জুয়েল মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবির, সাংগঠনিক সম্পাদক মো: রুবেল আহমেদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো: আবু কাউছার ভূইয়া, যুবলীগ নেতা মো: মনির হোসেন প্রমুখ।
বক্তারা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের হত্যাকান্ডে জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পেশাগত দায়িত্বপালন কালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান। তাছাড়া সাংবাদিক সাগর-রুনীসহ সকল সাংবাদিক হত্যার বিচার বিচার দাবী করেন। নিহত সাংবাদিক বুরহান উদ্দিনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট অনুরোধ জানান বক্তারা।
Posted ৮:০২ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ ফেব্রুয়ারি ২০২১
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম