শুক্রবার ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>

আখাউড়ায় সিএনজি ও অটোরিক্সা স্ট্যান্ডে টোল আদায় নিয়ে বিপাকে ইজারাদার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ | 276 বার পঠিত | প্রিন্ট

আখাউড়ায় সিএনজি ও অটোরিক্সা স্ট্যান্ডে টোল আদায় নিয়ে বিপাকে ইজারাদার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার অধীনে ৩ টি সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের ইজারা নিয়ম অনুযায়ী সম্পন্ন করে বিধি মোতাবেক টোল আদায় করতে গেলে একটি মহল কর্তৃক বাধা ও টোল আদায়কারীদের ওপর হামলার অভিযোগ করেছে ইজারাদার মোঃ আরিফুল ইসলাম।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২ টায় পৌরসভা কার্যালয়ের হল রুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, ১৪৩২ বাংলা সনের জন্য পৌর কর্তৃপক্ষ সরকারি নিয়মনীতি মেনে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি ও স্থানীয়ভাবে মাইকিংয়ের মাধ্যমে ইজারা আহ্বান করে। এর প্রেক্ষিতে দরপত্রে অংশ করে তিনি সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন।


পরে গত ১৭ মার্চ ৩ শ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে পৌরসভার সঙ্গে এক বছরের চুক্তি স্বাক্ষর হয়। সকল প্রকার ইজারা মূল্য, সরকারি ভ্যাট ও আয়কর পরিশোধ করে বৈধভাবে দায়িত্ব গ্রহণ করেন। পরে টোল আদায়ের প্রথম দিনেই গত (১ বৈশাখ) স্থানীয় রাজনৈতিক সংগঠনের কিছু সদস্য বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং টোল আদায়কারীদের মারধর করে। টোল আদায়ে বাধা ও মারধরের বিষয়টি থানায় লিখিতভাবে জানানো হয়। তা তদন্তাধীন অবস্থায় রয়েছে।

মো: আরিফুল ইসলাম বলেন, আমরা পৌরসভার নির্ধারিত ১৫ টাকা হারে টোল আদায় করছি, কোনো অতিরিক্ত টোল নেওয়া হচ্ছে না। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এসময় তিনি সাংবাদিকদের প্রকৃত তথ্য তুলে ধরে সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।


সংবাদ সম্মেলনে আখাউড়া পৌরসভার সহকারী প্রকৌশলী মো. তানবীর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. ফয়ছল আহমেদ খান, উপ-সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া প্রমুখো উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


Posted ৩:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com