
রওনক ইসলাম | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ | 263 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে পাসপোর্টবিহীন অবৈধ পথে ভারতে গমনকালে তিন বাংলাদেশী নারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি)সদস্যরা সোমবার (২৮ অক্টোবর) রাত ১১ টায় উপজেলার ফকিরমোড়া বিওপির টহলদল তাদের আটক করে।
আটককৃত বাংলাদেশী নারীরা হলেন,ঢাকা সাভার সদর উপজেলার রেডিও কলনীর মৃত রহমান দেওয়ানের মেয়ে টুম্পা খাতুন (১৮) এবং বেলাল হোসেনের মেয়ে পাপিয়া খাতুন (২০) ও ঢাকা কেরানীগঞ্জ সোনাকান্দা গ্রামের দুলাল মিয়ার মেয়ে রিয়া খান (২৩)।
আটকের বিষয়টি নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, অবৈধভাবে ভারতে গমনকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ আখাউড়ার ফকিরমোড়া বিওপির টহলদল সীমান্ত পিলার ২০২২/৬-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল্লাহপুর নামক স্থান হতে ওই তিন বাংলাদেশী নারীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের খারকোট গ্রামের আয়েত আলী মিয়ার ছেলে মানব পাচারকারী দালাল, মোঃ আবুল বাদশা (৩৫)
এই তিন নারীকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রেরণের উদ্দেশ্যে ঢাকা হতে আখাউড়া নিয়ে আসে।
পরবর্তীতে সীমান্তবর্তী চেকপোষ্ট এলাকার মানব পাচারকারী দালাল অহিদ মিয়ার ছেলে,আলম মিয়া (২৫) এর মাধ্যমে কাজের উদ্দেশ্যে তারা ভারতে গমনের প্রচেষ্টা করে।মানব পাচারকারী দালাল মোঃ আবুল বাদশা ও আলম মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের পূর্বক তিন বাংলাদেশী নারীকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়।
Posted ৪:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম