
| রবিবার, ২২ মার্চ ২০২০ | 721 বার পঠিত | প্রিন্ট
বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীনতা যোদ্ধের সময়কার ৩০ কেজি ওজনের একটি মর্টারশল উদ্ধার হয়েছে।
আজ রবিবার বিকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাহপুর মধ্যপাড়া মো:মাশুক আহম্মেদ চৌধুরীর বাড়িতে মাটি গর্ত করার সময় এই মর্টারশেলটি পাওয়া যায়।
মর্টারশেলটির দৈর্ঘ্য ২৯” ব্যাস ১৮” বর্তমানে মর্টারশেলটি গর্তের ভিতর রাখা আছে। আখাউড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো:জালাল উদ্দীন এর সত্যতা নিশিত করে বলেছেন,আবদুল্লাহ পুর গ্রামে মাটির গর্তকরার সময় মর্টার সেল্টিক পাওয়া গেছে এবং পুলিশ ও বিজিবির কাছে তা জানানো হয়েছে।
বর্তামানে মর্টারশেলটিকে ইউনিয়নের চৌকিদার আব্দুল হাকিম পাহাড়া দিচ্ছেন বলেও তিনি জানান।
Posted ৪:৪০ অপরাহ্ণ | রবিবার, ২২ মার্চ ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম